Friday, December 5, 2025

যশোরের দড়াটানা থেকে চাকুসহ যুবক আটক

যশোরের দড়াটানা থেকে চাকুসহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দেড়টার দিকে। আটক জাহিদ হাসান যশোর সদর উপজেলার সুজলপুর জামতলা গ্রামের হামজা হাসানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, দুপুরে খবর আসে দড়াটানা মোড় এলাকায় এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি সৃষ্টি করছেন। বাধ্য হয়ে স্থানীয়রা জাহিদ হাসানকে বার্মিজ চাকুসহ আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদকে হেফাজতে নেয়। পরে বিকেলে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। সন্ধ্যায় জাহিদকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর