যশোর আইনজীবী সমিতির সদস্য বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে আদালতে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারান্স অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর জেলা ও জায়রা জজ আদালতে অনুষ্ঠিত ফুল কোর্ট রেফারেন্সের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মরহুম বদরুজ্জামান মিন্টু স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট।
সাধারণ সম্পাদক এম এ গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়ার আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, কাজী মনিরুল হুদা, দেবাশীষ দাস, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সৈয়দ সাবিরুল হক সাবু, এমএ লতিফ, রফিকুল আলম পিন্টু, এস এম শরিফুল আলম মিলন, সোহেল শামীম, আবু বক্কার সিদ্দিক, আব্দুল মজিদ, মনোরঞ্জন কর্মকার, হাবিবুর রহমান হাবিব, ওয়াজিউর রহমান, কামরুজ্জামান প্রমূখ।
সভায় বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
রাতদিন সংবাদ







