Friday, December 5, 2025

যশোরে বাদাম দিতে দেরি হওয়ায় বাদামওয়ালাকে মাথা ফাটালো যুবক

মাত্র বাদাম দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে যশোরে এক বৃদ্ধ বাদাম ব্যবসায়ীর মাথা ইট দিয়ে ফাটিয়ে দিয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টার দিকে বড় ভিকুটিয়া কোলোনির মোড়ে। আহত বৃদ্ধের নাম আব্দুল কুদ্দুস (৬৫)। তিনি পেশায় বাদাম ব্যবসায়ী এবং এলাকার পরিচিত মুখ। অভিযুক্ত যুবক বেল্লাল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেল বেলা বাদাম সরবরাহে কিছু দেরি হওয়ায় বেল্লাল হোসেন ক্ষিপ্ত হয়ে কুদ্দুসের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তিনি হাতে থাকা ইট দিয়ে কুদ্দুসের মাথায় সজোরে আঘাত করেন। এতে কুদ্দুস মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত বৃদ্ধকে উদ্ধার করে রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান তিনি এখন আশঙ্কামুক্ত, তবে আঘাত গুরুতর হওয়ায় নজরদারিতে রাখা হয়েছে।

আহত কুদ্দুস আরও জানান, বেল্লাল এক সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এখন নব্য বিএনপি সেজেছেন। এলাকায় করছেন যা ইচ্ছে তা।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর