Friday, December 5, 2025

গ্রামের কাগজের সোস্যাল মিডিয়া কোঅর্ডিনেটর তানভীরের মায়ের মৃত্যু

দৈনিক গ্রামের কাগজের সোস্যাল মিডিয়া কোঅর্ডিনেটর তানভীর খান তন্ময়ের মা নুরুন্নাহার বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর পাঁচটার দিকে যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্বামী, চার পুত্র ও চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। মৃত নুরুন্নাহার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মোশারেফ হোসেন খানের স্ত্রী। মোশারেফ খান সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

তানভীর খান তন্ময় জানান, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তার মা। এর মধ্যে গত এক মাস আগে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পর যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন জোহরবাদ জানাজা শেষে নুরুন্নাহারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন পাঠান পাইকপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল খান।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর