যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রথম মিলন মেলা শনিবার সন্ধ্যায় যশোরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জিএম জিল্লুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (অব:প্রাপ্ত) মোজাম্মেল হক, সাতক্ষীরা জেলা পিবিআই’র এসপি মীর মোহম্মদ রেজাউল ইসলাম, নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক কবিরুল ইসলাম, কামরুজ্জামান ও নাজনীন হায়দার নীলা।
আয়োজকরা প্রতিবছর মিলন মেলার আয়োজনের আশ্বাস দেন। একই সাথে মানুষের জন্য কাজ করার লক্ষ্য স্থীর করেন। এর জন্য নানা ধরনের কর্মসূচি নেয়া হয়।
রাতদিন সংবাদ







