Friday, December 5, 2025

রাজধানীতে আবারও ভূমিকম্প, টানা তিন দিনে দেশে কম্পন অনুভূত

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রাজধানীসহ আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে একই দিন শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প হয়। মৃদু ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পলাশে, যা রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ছিল।

তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) দেশে আঘাত হানে ৫.৭ মাত্রার মাঝারি শক্তির ভূমিকম্প। সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া এ কম্পনের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

শুক্রবারের মাঝারি মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভবন থেকে ইটপাথর খসে পড়া ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

টানা তিন দিনে একাধিক ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা ভবনের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর