Friday, December 5, 2025

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবক আহত

খুলনার লবণচরা থানাধীন মধ্য হরিনটানা রিয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতের দিকে তিন রাস্তার মোড়ে আজাদ মেম্বরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের নীরবতায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে রাজুকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছাড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রাজুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই হামলা হয়েছে। তিনি আরও জানান, রাজুর শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি লেগেছে।

এছাড়া রাজুর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন ওসি।

ওসি মাসুম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

খুলনা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর