Friday, December 5, 2025

ভূমিকম্পে ঢাকার বংশালে ভবন ধসে ৩ জনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবন ধ্বসে তিনজন পথচারী নিহত হয়েছেন। তবে, পুলিশ এখনও নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বংশাল কোশাইতলীর ওই এলাকায় ভূমিকম্পের সময় হঠাৎ করে ভবনের রেলিং ধসে যায়। এই সময় তিনজন পথচারী সড়ক পারাপার হচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন। আমাদের পুলিশ সদস্যরা এখন ঘটনাস্থলে উপস্থিত। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর