Friday, December 5, 2025

যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

যশোরে সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে কয়েক সেকেন্ডের কাঁপনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় থাকা মানুষজন নিজেদের মতো করে কাঁপন অনুভব করেন এবং অনেকেই ঘটনার সত্যতা জানতে ফোন করতে শুরু করেন রাতদিন নিউজ–এ।  মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সারা দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের সময় যারা যেভাবে ছিলেন, তারা ভিন্ন ভিন্নভাবে কাঁপন অনুভব করেছেন,

বড় বাজারের ব্যবসায়ী রফিকুল গাজী বলেন, দোকানের শাটারটা টুক করে কেঁপে ওঠে। প্রথমে ভাবলাম কেউ হয়তো ধাক্কা দিয়েছে, কিন্তু পরে পাশের দোকানদারও একই কথা বলল। তখনই বুঝলাম ভূমিকম্প।

বেজপাড়ার স্কুলশিক্ষিকা নাহিদা পারভীন “আমি রান্না ঘরে কাজ করছিলাম । হঠাৎ টেবিলের ওপর রাখা পানির গ্লাস নড়তে থাকে। ভয় লেগে যায় মনে।

রিকশাচালক শাহিনুর রহমান বলেন “আমি তখন সড়কে রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ মনে হলো রিকশাটা যেন কাঁপল। ভেবেছিলাম হয়তো টায়ারে সমস্যা, পরে জানলাম ভূমিকম্প হয়েছে।

কলেজশিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, আমরা কয়েকজন বন্ধুসহ দোতলায় ছিলাম। হঠাৎ দরজাটা টুং শব্দ করে কেঁপে ওঠে। সাথেসাথে সবাই মোবাইলে সার্চ দিতে শুরু করি, তখনো নিশ্চিত হওয়া যাচ্ছিল না কী হয়েছে।”

গৃহিণী রোজিনা আক্তার বলেন, গ্যাসের চুলায় রান্না করছিলাম। দেখি হাঁড়িটা একটু কাঁপল। এমন ঘটনা আগে কখনো হয়নি। বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি বারান্দায় চলে যাই।

গৃহবধূ সুমাইয়া জানান, আমি তখন সাততলায় ছিলাম। দেখি ঘরের ফ্যান হঠাৎ কাঁপছে। প্রথমে মনে হলো হয়তো বাতাসের কারণে, পরে বুঝলাম সত্যিই ভূমিকম্প হয়েছে। খুবই ভয় পেয়েছি।

ভৈরব নদের পাশে থাকা মনিরুল ইসলাম বলেন—নদের ধারে দাঁড়িয়ে ছিলাম। দেখি হঠাৎ পানি দুলে উঠছে। বুঝতে পারলাম, আশেপাশে সবাইও অস্থির হয়ে পড়েছে।

আরেক প্রত্যক্ষদর্শী আশরাফুল জানান, আমার ভবনটা হঠাৎ নড়ে ওঠে। আমি এবং আমার পরিবার ভয় পেয়ে দ্রুত বের হয়ে আসি। নিচে নেমে দেখি অনেকেই বাইরে দাঁড়িয়ে আতঙ্কে আলোচনা করছে।”

এদিকে, ভূমিকম্পের মাত্রা বড় না হলেও হঠাৎ কাঁপনের কারণে মানুষ দ্রুত ঘর-বাড়ি থেকে বের হয়ে আসে। কেউ কেউ আবার ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সংবাদমাধ্যমের মাধ্যমে খোঁজ নিতে শুরু করেন যে আসলেই ভূমিকম্প হয়েছে কি না।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর