যশোরের চাঞ্চল্যকর চয়ন দাস হত্যা মামলার আসামি হৃদয় কুমার দাস আদালতে আত্মসমর্পন করেছে। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হৃদয় কুমার যশোর সদর উপজেলার শানতলা গ্রামের কৃষ্ণকুমারের ছেলে। এরআগে বুধবার র্যাব তার দুইভাই মানিক কুমার ও মুক্ত কুমারকে আটক করে আদালতে সোপর্দ করে।মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় একটি নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রামের দাসপাড়ার যুবকদের মধ্যে বিরোধ শুরু হয়, যা পরদিন মল্লিকপুরে গড়ায় সংঘর্ষে। এতে চয়নের বন্ধু জবীন ও স্বাধীন দাস ছুরিকাহত হন। চয়ন দাস ২৫ ফেব্রুয়ারি রাতে আহত বন্ধুদের দেখে হাসপাতালে যাওয়ার পর ফেরার পথে শানতলায় প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে রাস্তার উপর ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয় চয়ন দাসকে। ঘটনার পর যশোর কোতয়ালী থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে চয়নের পিতা নয়ন ।
রাতদিন সংবাদ
যশোরের চয়ন হত্যা মামলার আসামি হৃয়য়ের আত্মসমর্পণ







