যশোরের ঘোপ সেন্ট্রাল রোডে এক পথচারীকে আচমকা ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুই যুবক। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১০টার পর। আহত মোহাম্মদ আল মামুন ঝুমঝুমপুরের বাসিন্দা ও পেশায় দলিল লেখক। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার পেটে চারটি স্টেপ করা হয়েছে।
হাসপাতালে আহত আল মামুন জানান, তিনি পায়ে হেঁটে সেন্ট্রাল রোড দিয়ে বাবলাতলা দিকে যাচ্ছিলেন। ফুটপাত দিয়ে হাঁটার সময় সামনেও দুই যুবক হাঁটছিলেন। এমন সময় ওই দুই যুবক ইচ্ছে করে তার মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ে। প্রতিবাদ জানালে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তিনি বুঝতে পারেন ছিনতাইকারীর কবলে পড়েছেন। দ্রুত চিৎকার দিলে পাশেই থাকা কয়েকজন ছুটে এলে ওই দুই যুবক পালিয়ে যায়।
তিনি দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তারা টোকাই প্রকৃতির। কাউকেই তিনি চিনতে পারেননি।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
রাতদিন সংবাদ







