যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তির পক্ষে বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়ায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় ছোট আঁচড়া মোড়ের রেললাইনসংলগ্ন মাঠে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা হয়। এতে ৪৫০–৫০০ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সবুর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ জেলা–উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতা।
বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল পৌরসভার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থানসহ বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ এবং বেকার তরুণদের জন্য বেকার ভাতা চালুর প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃপ্তির প্রচারণা শার্শাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করছে।







