যশোরের ঝুমঝুমপুর চান্দের মোড়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের চাকুর আঘাতে তার বাবা গুরুতর আহত হয়েছেন। অভিযোগ করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর (৩৯) ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত খালেক মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের এক পর্যায়ে জাহাঙ্গীরের ছেলে রিসান (১৮) বার্মিজ চাকু দিয়ে তাকে আঘাত করে। এ সময় তার বাম হাতের দুই স্থানে কাটা রক্তাক্ত জখম হয়। ঘটনার পর স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাতদিন সংবাদ







