যশোরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে চাঁচড়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজান শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা বিপ্লব ড্রাইভারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাচড়া মধ্যপাড়ায় বৈদ্যুতিক পিলারের পাশে অবস্থিত একটি তিনতলা ভবনের ওপর উঠে বৈদ্যুতিক তার চুরি করার চেষ্টা করছিলেন মিজান। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে।
রাতদিন সংবাদ







