Friday, December 5, 2025

যশোরে ব্রাদার টিটোস হোমে ৮০ শিক্ষার্থীর ৩০০ শিল্পকর্মে মুগ্ধ দর্শনার্থীরা

যশোর শহরের লালদিঘি পাড়ে অবস্থিত ‘ব্রাদার টিটোস হোম’-এ অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ আর্ট এক্সিবিশন। মঙ্গলবার  বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে ৮০ জন শিক্ষার্থীর সৃজনশীল কর্মযজ্ঞ দেখতে ভিড় করেন অভিভাবক ও দর্শনার্থীরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রদর্শনীতে থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি, সাধারণ চিত্রকর্ম এবং অলংকরণ ও নান্দনিক হাতের লেখা—এই চারটি বিভাগে শিক্ষার্থীদের মোট ৩০০টি শিল্পকর্ম স্থান পায়। হেমন্তের পড়ন্ত বিকেলে খুদে শিল্পীদের এসব অনবদ্য সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ হন আগত অতিথিরা।

আয়োজকরা জানান, শিশুদের শৈল্পিক মনন বিকাশ ও উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই আয়োজন। প্রদর্শনী চলাকালে শিশুদের আঁকা ছবি ও শিল্পকর্মগুলো অভিভাবক ও অতিথিদের কাছে বিক্রি করা হয়, যা খুদে শিল্পীদের ব্যাপক অনুপ্রাণিত করে। প্রদর্শনী শেষে বিদ্যালয়টির পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে বিশেষ ব্যাগ প্রদান করা হয়। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর