Friday, December 5, 2025

যশোরে ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত

যশোর শহরের মাইকপট্টি এলাকায় ফ্রিজের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহিন হোসেন (৫৫) নামে এক ইলেকট্রনিক্স কর্মচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাইকপট্টি টেলিফোন অফিসের সামনে সাইফুল ইলেকট্রনিক্স দোকানে এ দুর্ঘটনা ঘটে। আহত শাহিন হোসেন বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মৃত মোসলেমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে ফ্রিজের গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে শাহিনের শরীরের বিভিন্ন স্থানে কাটা-জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, শাহিন বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর