যশোরের উপশহরে গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের দুইজনকে আটকের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটককৃতরা হলেন, শহরের বকচর হুশতলা এলাকার হাফিজুর রহমান ওরফে বটু’র ছেলে যুবলীগ নেতা হাসিবুর রহমান এবং শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে যুবলীগ কর্মী তুহিন হোসেন রাহুল। রোববার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ভোরে উপশহর এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের মালিক, মাগুরার মনিরুল, বাদী হয়ে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
আটকের পর ওই দুইজনকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাতদিন সংবাদ







