চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ৪৯তম বিশেষ বিসিএস প্রভাষক (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকায় বইছে আনন্দের বন্যা। শনিবার বিকেলে বাবু বাজারে সুপারিশপ্রাপ্ত ওবায়দুর রহমান সোহাগকে এলাকাবাসী মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাগডাঙ্গা গ্রামের নুর ইসলামের কনিষ্ঠ সন্তান সোহাগ বর্তমানে বিএডিসি’র সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি ২০১০ সালে মুন্সী মেহেরুল্লাহ একাডেমি থেকে এসএসসি পাস করেন এবং ২০১২ সালে নিউ মডেল কলেজ থেকে জিপিএ–৫ অর্জন করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগে ভর্তি হন।
সম্প্রতি অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় প্রভাষক (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) হিসেবে সুপারিশ পাওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানের শেষদিকে সোহাগ দেশ ও জাতির সেবায় নিজেকে নিবেদিত করার জন্য সকলের দোয়া কামনা করেন।







