যশোরের চাঁচড়া রায়পাড়ার চিহ্নিত মাদককারবারি ও একাধিক মামলার আসামি হোসেন আলী মরাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মরা ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তিনি একাধিকবার আটক হয়েছেন এবং খেটেছেন জেলও।
কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলা ও দায়রা জজ আদালতের ৭ম আদালতে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে—এসসি ১৫০৭/২১। ২০১৬ সালে দায়ের করা মামলাটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আদালতের নির্দেশে গ্রেফতারের পর শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিশেষ প্রতিনিধি







