Friday, December 5, 2025

যশোরে বাস পুড়ানোর মামলায় আসামি হলেন হাজী সুমন

বৃহস্পতিবার ভোরে যশোর উপশহর এলাকায় পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগের ঘটনার মামলায় সাবেক কাউন্সিলার হাজী সুমনকেও আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সাবেক কাউন্সিলার জাহিদ হাসান মিলন না, জড়িত ছিলেন আরেক সাবেক কাউন্সিলার হাজী আলমগীর কবীর সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী বাবুল। এ ঘটনার মামলায় আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে। এছাড়া অজ্ঞাত আরও ১৮জনকে এ মামলা আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন বাসের মালিক মাগুরা জেলার পারলা গ্রামের মনিরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মামলায় প্রথমে জাহিদ হাসান মিলনকে আসামি করার প্রক্রিয়ার শেষ মূহুর্তে তদন্তে উঠে আসে সাবেক কাউন্সিলার মিলন না, সাবেক কাউন্সিলার হাজী সুমন জড়িত। এমনকি তার উদ্দ্যোগেই যশোরে বিক্ষোভ মিছিলও করা হয়েছে। পরে মামলায় হাজী সুমনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান শাহিন জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ফজরের আজানের কিছুক্ষণ পরে উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে পাশে উপশহর বস্তির বাসিন্দারা চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর