Friday, December 5, 2025

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে। ডিবি পুলিশের অফিসার্স  ইনচার্জ  (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পান যে -নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস তার বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। সংবাদ পেয়ে ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়র নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, তিতাসের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় আদালতে মামলাও হয়েছিলো।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর