তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বিএনপি। বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া ব্যক্তিত্ব মহাতাব নাসির পলাশের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে টুর্নামেন্ট সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে একগুচ্ছ কঠোর ‘অপরাধ ও শাস্তি’ বিধিমালা ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি জানায়, মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা নিশ্চিতে এসব বিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
প্রকাশিত প্রধান বিধিমালার মধ্যে রয়েছে: লাল কার্ড প্রাপ্ত খেলোয়াড় পরবর্তী এক ম্যাচ এবং দুই হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। রেফারির সঙ্গে বিতর্ক, গালিগালাজ বা অসদাচরণের জন্য লাল কার্ড পেলে খেলোয়াড় মাঠ থেকে বহিষ্কৃত হবেন এবং নিয়ম-শৃঙ্খলা উপ-কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে। খেলোয়াড় কর্তৃক দৈহিক আক্রমণ বা সহিংসতার ক্ষেত্রে সর্বনিম্ন দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রেফারিকে আঘাত করলে বা লাঞ্ছিত করলে ওই খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা হবে। কোনো দল খেলা অস্বীকার করলে বা মাঠে অচলাবস্থা সৃষ্টি করলে সেই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। দলীয় কর্মকর্তা বা সমর্থক খেলার ফলাফল প্রভাবিত করার চেষ্টা করলে আর্থিক জরিমানা বা বহিষ্কারের মতো শাস্তির মুখে পড়বেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও স্থানীয় কমিটির বাইলজ অনুযায়ী পরিচালিত হবে। রেফারি নিয়োগের ক্ষেত্রে টুর্নামেন্টের রেফারি এলোকেশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে।
এবারের আসরে মোট ১৫টি দল দুই গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। এরপর গ্রুপ পর্বের শীর্ষ দলগুলোকে নিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলা শেষে কোনো দল আপত্তি জানাতে চাইলে এক ঘণ্টার মধ্যে পাঁচ হাজার টাকা ফি জমা দিয়ে লিখিত অভিযোগ করতে পারবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন প্রতিনিধি।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তাবিদ আউয়ালের উপস্থিত থাকার কথা রয়েছে।







