যশোরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শালিয়াট গ্রামের যুবক নাইম নিখোঁজের অভিযোগে আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় প্রেমিকার পিতাসহ ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাদাবির অভিযোগে আদালতে মামলা করেছেন অপহৃত নাইমের মা শরিফা খাতুন । সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালী থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আসাদুজ্জামান, মৃত গোলাম রব্বানীর ছেলে আরিফুজ্জামান, শফিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলামের ছেলে আক্তারুজ্জামান, মশিয়ারের ছেলে রিয়া এবং মৃত নিছার আলীর ছেলে এনামুল হক।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ অক্টোবর সকালে নাইম হোসেন চাঁদপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও না পেয়ে ২৩ অক্টোবর নাইমের স্বজনেরা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। পরে তারা জানতে পারেন, আসামি আসাদুজ্জামানের মেয়ে মায়শা আইরিনের সঙ্গে নাইমের প্রেমের সম্পর্ক ছিল। ওইদিন দেখা করতে গিয়ে নাইমকে মায়শার পরিবার জানতে পেরে আসাদুজ্জামানসহ অন্য আসামিরা অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। ২৪ অক্টোবর দুপুরে নাইমের পরিবার আসাদুজ্জামানের বাড়িতে গেলে আসামিরা গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে নাইমকে ফেরত পেতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে হত্যা করে গুম করার হুমকি দেয়।
রাতদিন সংবাদ







