Friday, December 5, 2025

যশোরে চাকুসহ যুবক আটক

যশোরে চাকুসহ এক যুবককে আটক করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। আটক যুবকের নাম ইসমাইল হোসেন হ্যাপি (২২)। তিনি শহরের আর এন রোড এলাকার শফি মিয়ার ছেলে।

চাঁচড়া ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গত ১১ নভেম্বর বিকেলে গোপন সূত্রে খবর পান যে রেলগেট বেনাপোল পুরনো বাসস্ট্যান্ড এলাকার একটি ফলের দোকানের সামনে কয়েকজন যুবক অবস্থান করছে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে জনমনে ভীতি সৃষ্টি করার চেষ্টা করছিল বলে জানা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইল হোসেন হ্যাপিকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর