যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একজন পালিয়ে গেছেন। মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা ও সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, প্রথম অভিযানে ঝিকরগাছা উপজেলার বারাকপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শেখ সোহাগ হোসেগের বাড়িতে অভিযান চালায়। এসময় সোহাগ পালিয়ে যান। তার বাড়ি তল্লাশি করে ১৫শ’৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন।
একই টিম ঝিকরগাছা থানার বারবাকপুর স্কুলপাড়ায় এলাকা থেকে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট হযরত আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিজ আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্যদিকে, যশোর সদর উপজেলার তপস্বীডাঙ্গা গ্রামে দুপুরে আরও দুটি পৃথক অভিযান চালানো হয়। সেখানে মোঃ টিপু ও মোঃ হাবিবুর রহমানকে মোট ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন-এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার টিপুকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন হাবিবুর রহমানকে সাত দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা প্রদান করেন।
বিশেষ প্রতিনিধি







