Friday, December 5, 2025

যশোরে পুলিশের জোরালো অভিযান শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর কর্মসূচি পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উত্তাপ ছড়াচ্ছে তা মোকাবেলা করতে মাঠে নেমেছে পুলিশ। এর অংশ হিসেবে যশোর পুলিশ ১০ নভেম্বর রাত থেকে অভিযান শুরু করেছে। ১৩ নভেম্বর পর্যন্ত যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে জোর অভিযান শুরু হয়েছে যশোর জেলা জুড়ে। দলটির পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ১০ নভেম্বর রাতে সিনিয়র অফিসারদের নেতৃত্বে যশোর শহর ও শহরতলীতে অভিযান পরিচালিত হয়েছে। ডজন কয়েক মোটরসাইকেল ও গাড়ি বহর হুইসেল দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ শহরতলীর বিভিন্ন এলাকা টহল দিয়েছে। তবে এখন পর্যন্ত আটকের কোন তথ্য পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে, ১৩ নভেম্বরকে সামনে রেখে জোর নিরাপত্তাব্যবস্থার বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের পুলিশ অভিযান শুরু করেছে।

নির্দেশনা যশোর পুলিশের কাছে আসলে ১০ নভেম্বর রাত সাড়ে নটায় অভিযান শুরু হয়েছে। এ অভিযান মধ্যরাত পর্যন্ত চলবে বলে তথ্য মিলেছে। আর আগামী ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। অনাকাঙ্ক্ষিত কোন ঘটনায় জড়িত হতে পারে এমন সন্দেহভাজন এবং অভিযুক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের আটকের চেষ্টাও চলছে এবং চলবে।

বিভিন্ন এলাকায় অন্যদিনের চেয়ে আজ দিনভর পুলিশকে অধিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। আজ রাত সাড়ে নটার পর থেকে পরিচালিত অভিযানে পুলিশের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।

সূত্রের দাবি, আওয়ামী লীগের কর্মসূচির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোথাও দেখা যাচ্ছে না। এরপরও বিষয়টিকে হালকা করে না দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিকভাবে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তাঁদের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে যশোর জেলা পুলিশ। যশোর কোতোয়ালি থানাসহ নয় থানা এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন সিনিয়র অফিসারের নেতৃত্বে যশোর শহরতলীতে অভিযান চলমান রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানিয়েছেন, সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ সত্যি সত্যি মাঠে নেমে গেলে পুলিশ কঠোর হস্তে দমন করবে। এছাড়া সাধারণ শান্তিপ্রিয় মানুষ পুলিশের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা কিংবা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের অবশ্যই আটকের আওতায় আনা হবে। রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান অভিযানে কেউ আটক হয়নি বলেও জানিয়েছেন তিনি।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর