Friday, December 5, 2025

যশোরে খেলনা পিস্তল, চাকু ও ককটেলসহ  চিহ্নিত সন্ত্রাসী হাসান আটক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী হাসানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ককটেল ও একটি চকু উদ্ধার করা হয়েছে।  হাসান ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
কোতোয়ালি থানার পরিদর্শক ( অপারেশনস) মমিনুল হক জানিয়েছে, গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের পানির ট্যাংক এলাকা থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে খেলনা পিস্তল, চাকু ও ককটেল জব্দ করা হয়।
তিনি আরো জানিয়েছেন, হাসান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলা আছে। এ ছাড়া অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর