Friday, December 5, 2025

যশোরে টয়োটা গাড়ি ভর্তি বিদেশী মদসহ যুবক আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬৫ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (২০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর এলাকার আব্দুর রহমানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি টয়োটা প্রাইভেট কার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই রাজ্জাককে আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় অভিযানের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতার রাজ্জাককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর