Friday, December 5, 2025

যশোর সদর হাসপাতালে চোর সন্দেহে দুই নারী আটক

যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দলেনগর এলাকার আছিয়া খাতুন (২৮) চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে যান। তিনি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে করোনারি কেয়ারের ৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই লাইনে থাকা এক নারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে।

আছিয়া খাতুন তা টের পেয়ে দ্রুত ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম ঝর্না (২৮) বলে জানান এবং জানায়, তার সহযোগী জুলেখা (২৩) ঘটনাস্থলেই উপস্থিত ছিল।

আটক দুই নারী ঝর্না ও জুলেখা দুজনেই রূপদিয়া হাই তেলপাম্প এলাকার বাসিন্দা। তাদের স্থায়ী ঠিকানা পাবনা জেলায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকেই আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব হাসান

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর