Friday, December 5, 2025

যশোরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ফুল আটক

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাহাদুরপুর স্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম ফুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে ডিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, তাকে  বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর