যশোরের হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ ২১ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেলকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দুপুরে চাঁচড়া পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনপিছ ইয়াবাও উদ্ধার করা হয়েছে। রুবেল শহরের সিটি কলেজপাড়ার ইনসান মিয়ার ছেলে। বর্তমানে তিনি চাঁচড়া মধ্যপাড়াায় বসবাস করেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানান, শুক্রবার দুপুরে তাদের কাছে খবর আসে চিহ্নিত সন্ত্রাসী অবস্থান করছেন। এমনকি তার কাছে মাদকও রয়েছে। তাৎক্ষণিক পুলিশ চাঁচড়া পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন রুবেল। পরে তিনি স্বীকার করেন তার কাছে ইয়াবা রয়েছে। এ সময় তার কাছ থেকে তিন পিছ ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার দুশ’ টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করে রুবেলকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ







