Tuesday, November 4, 2025

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার বিভাগে সংস্কার এবং জনগণের গণঅধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা খড়িবিলা এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহসানুল্লাহ, সদস্য সি এম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির প্রতিনিধি মুজাইদুল ইসলাম, বখতিয়ার হোসেন, মুজাহিদ বিন ফিরোজসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “দেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচন এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।”

তারা আরও বলেন, “জনগণের প্রকৃত অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয় নাগরিক পার্টি সবসময় জনগণের পাশে থাকবে।”

আলোচনায় জেলা ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতা-কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণঅধিকার পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর