যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মোক্তার মোল্লার ছেলে সেলিম মোল্লা (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে নবজাতক নাতিকে দেখতে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম মোল্লা মোটরসাইকেলে করে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় আমির পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘাতক ট্রাকটির নম্বর সাতক্ষীরা ট–১১–০৬৬৭। দুর্ঘটনার পর ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, রাজারহাট এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা রোধে ওই স্থানে গোলচত্ত্বর স্থাপনের দাবি জানিয়েছেন।







