Friday, December 5, 2025

মণিরামপুরে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

শফিয়ার রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মণিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে গম, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী, অড়হড় এবং বোরো ধান (উফশী) বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করেন।

মণিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বিথির সভাপতিত্বে এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শাারমিন শাহনাজ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহরিয়া হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসারদের মধ্যে সঞ্জয় কুমার বিশ্বাস, অচিন্ত্য কুমার ভৌমিক, মোজাফফর হোসেন, হাফিজুর রহমান, হাসানুজ্জামান, হাসিনা নাহার, প্রদীপ দাস প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, ৫৬০০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার প্রদান করবে।

আর কে-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর