মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি নারীর চিকিৎসা ও সিজারিয়ানে আস্তা ও ভালবাসার প্রতীক হয়ে উঠেছেন ডা. ফেরদৌস সুলতানা ডায়না। তাঁর দক্ষতা, আন্তরিকতা ও মানবিক ব্যবহারের প্রসূতি নারী তাঁর উপর নির্ভরশীল হয়ে উঠেছেন।
হাসপাতাল সূত্রে জানাযায়, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ ফেরদৌস সুলতানা ডায়নার তত্ত্ববাধায়নে ৪ জন প্রসূতি (গর্ভবতী) নারী সফলভাবে সিজারিয়ানের (অস্ত্র পাচার) মাধ্যমে সন্তান প্রসব করেছেন। সিজারিয়ান নারী হলেসন, সাদিয়া, স্বামী মাহমুদুল হাসান, জালঝাড়া গ্রামের ছেলে সন্তন, হাফিজা, স্বামী আবু হুরাইরা, মুন্সি খানপুর গ্রামের ছেলে সন্তান, মিনা, স্বামী উবাইদুল্লাহ, মাছনা গ্রামের মেয়ে সন্তান ও রহিমা খাতুন, স্বামী তাজাম্মুল হোসেন, তাহেরপুর গ্রামের ছেলে সন্তান জন্ম দিয়েছে।
নবজাতকদের পরিবার সূত্রে জানাযায়, সন্তান ও তাদের মা উভয় বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ডাঃ ফেরদৌস সুলতানা ডায়না শুধু অপারেশনই করেনি তিনি রোগীদের মানসিক সাহস জাগিয়েছেন। তাঁর মতো চিকিৎসক হাসপাতালে থাকায় আমরা গর্বিত।
ডাঃ ফেরদৌস সুলতানা ডায়না মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ একজন চিকিৎসক। তিনি মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে নিয়মিতভাবে কাজ করছেন এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করেন।
ডাঃ ফেরদৌস সুলতানা ডায়না জানান, তার দায়িত্বশীলতা ও দক্ষতার কারণে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এখন অনেক গর্ভবর্তী নারী নিরাপদভাবে সন্তান জন্ম দিতে পারছেন।
আর কে-০১







