মণিরামপুর (যশোর) প্রতিনিধি: জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. রুহুল আমিনের সঞ্চালনায় সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও সফল বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফল করতে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।
ক্যাম্পেইন সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেন বক্তারা।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান এবং মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ মহাসীন আলী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







