যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছার লস্করপুর কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইমন হোসেন চৌগাছা বিশ্বাসপাড়ার লতামিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলযোগে চৌগাছার দিকে যাচ্ছিলেন ইমন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তার পাশে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আর কে-০২







