Friday, December 5, 2025

মনিরামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নির মতবিনিময়

শামীম হোসেন, কুয়াদা প্রতিনিধিঃ যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নি এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুরের বলিয়ানপুর গ্রামের নিজ বাসভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী।

ইফতেখার সেলিম অগ্নি বলেন, আমার রাজনৈতিক জীবনে অনেক সংগ্রাম করেছি, কারাভোগ করেছি। করোনাকালীন সময়ে সাধ্যমতো মানুষের সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি জনগণের পাশে থেকে সেবা করতে চাই। বাকি জীবন আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করছি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ফিরোজ হোসেন এবং বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদল নেতা আকরাম হোসেন, ভোজগাতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান সিরাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমামুল ইসলাম লাল্টু, ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, হিরু মীর ও রফিকুল ইসলাম মুকুল।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর