Friday, December 5, 2025

শার্শায় হত্যায় নিহত আব্দুল্লাহ’র পরিবারের পাশে বিএনপি নেতা তৃপ্তি

মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শায় নিহত ভ্যানচালক আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বুধবার দুপুরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, সন্ত্রাসী যত শক্তিশালীই হোক, আইন থেকে কেউ রেহাই পাবে না। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড বরদাস্ত করা যায় না। এর আগে, গত মঙ্গলবার শার্শার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি বাড়ির বাক্স থেকে নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আব্দুল্লাহ গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ ছিলেন।

কবর জিয়ারত শেষে তৃপ্তি গ্রামে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর