রনি হোসেন, কেশবপুর (যশোর): “মোবাইল ফেলে মাঠে যাও, দৌড়ে ধরো বল, খেলায় শেখো জীবনটা, হাসিতে ভরে চল”—এই অনুপ্রেরণামূলক বার্তাসহ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুনের ফেসবুক পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেশবপুর পাবলিক মাঠে খেলাধুলায় মগ্ন কয়েকজন ক্ষুদে ফুটবলারকে পুরোনো বল নিয়ে খেলতে দেখে তাদের পাশে দাঁড়ান ইউএনও রেকসোনা খাতুন। মুহূর্তেই তিনি নিজ উদ্যোগে শিশুদের হাতে দুটি নতুন ফুটবল উপহার দেন।
ফুটবল হাতে পেয়ে ক্ষুদে খেলোয়াড়দের মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, মাঠজুড়ে সৃষ্টি হয় উচ্ছ্বাসের পরিবেশ।
উপস্থিত দর্শক ও স্থানীয়রা ইউএনওর মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন,
“এমন ছোট ছোট উদ্যোগই শিশুদের মাঠমুখী করে, তাদের মনোযোগ ফেরায় খেলাধুলায়।”
রেকসোনা খাতুনের “মোবাইল ফেলে মাঠে যাও, দৌড়ে ধরো বল, খেলায় শেখো জীবনটা, হাসিতে ভরে চল” বার্তাটি উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়। স্থানীয় তরুণ-তরুণী, অভিভাবক, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিষয়টি আলোচনার জন্ম দেয়।
অনেকে মন্তব্যে লেখেন—
“এমন অনুপ্রেরণামূলক উদ্যোগই আমাদের নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে পারে।”
আরেকজন লিখেছেন,
“বাচ্চাদের ফোন থেকে দূরে রাখতে আপনার এই উদ্যোগকে সম্মান জানাই। আশা করি আপনি একটি সুন্দর ও শান্তিপূর্ণ কেশবপুর উপহার দেবেন, ম্যাম।”
স্থানীয়দের মতে, যখন বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, তখন ইউএনওর এমন সচেতনতা সৃষ্টিকারী ও বাস্তবধর্মী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই উদ্যোগ শুধু কেশবপুর নয়, আশপাশের উপজেলাগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ মন্তব্যে লিখেছেন—
“আপনার মতো অফিসার যদি দেশের প্রতিটি উপজেলায় থাকতেন, তবে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত।”







