Wednesday, October 15, 2025

নানার বাড়ি যাওয়া হলো না শার্শার আপনের, সড়কের থাবায় চলে গেলেন ওপারে

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আপন হোসেন (২৫) নামে এক তরুণ মোটরসাইকেল চালকের। রোববার দুপুরে শার্শা-জামতলা সড়কের লাউতাড়া গ্রামে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। যাচ্ছিলেন মামার বাড়িতে কিন্তু তার আর যাওয়া হলোনা। চলে গেলেন ওপারে।

নিহত আপন হোসেন শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। পরিবারে তিনি ছিলেন সবার আদরের সন্তান, কর্মঠ ও হাসিখুশি এক যুবক।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, দুপুরে লাউতাড়া মোড়ে প্রবল শব্দে ধাক্কার আওয়াজ শুনে আমরা ছুটে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তরুণটি। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, আপন মোটরসাইকেলযোগে নানা বাড়ি পোতাপাড়া যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়।
প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। দুর্ভাগ্যজনকভাবে, ঢাকায় নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপন।


শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে,  আপনের অকাল মৃত্যুতে তার বন্ধু, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায়  ভেঙে পড়েছে পুরো এলাকা। চারপাশে শুধু শোকের নিস্তব্ধতা। যে ছেলেটি সকালেও মোটরসাইকেলে চেপে রওনা দিয়েছিল, সে ফিরল নিথর দেহ হয়ে যা কেউই কিছুতেই মেনে নিতে পারছেন না। 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর