Friday, December 5, 2025

শার্শায় কিশোরীকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় এক কিশোরীকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক আসাদুজ্জামান উপজেলার গোকর্ণ গ্রামের রেজাউলের ছেলে। এ ঘটনায় শার্শা থানায় মামলা করেছেন ওই কিশোরীর ভাই। শনিবার দুপুরে আসাদুজ্জামানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে পাশের একটি পুকুরে গোসল করতে যাচ্ছিলেন ওই কিশোরী। পুকুরের পাশে আগে থেকেই ওঁত পেতে ছিলেন আসাদুজ্জামান। কিশোরীকে দেখতে পেয়েই আসাদুজ্জামান তাকে জাপটে ধরে। মুখ আটকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে তাকে জানানো হয়, বিষয়টি কাউকে জানালে মেরে ফেলা হবে। পরে ওই কিশোরী পরিবারকে বিষয়টি জানায়। পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার এস আই শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই সাথে খোঁজখবর নিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে গত রাতে গোকর্ণ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর