Friday, December 5, 2025

বিএনপি নেতা মুসার পাশে নার্গিস বেগম ও অমিত

যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মুছা বর্তমানে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দলের এই প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। হাসপাতালে গিয়ে তারা চিকিৎসকদের কাছ থেকে মুছার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্রুত আরোগ্যের জন্য মুছার সুস্থতা কামনা করেন এবং দলের নেতাকর্মীদের তার জন্য দোয়া করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানাসহ নেতৃবৃন্দ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর