যশোরের বাঘারপাড়ায় এক মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার বুধোপুর গ্রামের মাদ্রাসাতুস সুফফাহ মাদ্রাসায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদ্রাসা শিক্ষক নাজমুস সাকিবকে আটক করে। তিনি যশোর সদর উপজেলার রামনগর পুকুরকুলপাড়ার রমজান মোল্লার ছেলে। তিনি ও তার স্ত্রী দু’জনেই ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করে।
মামলায় উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থী ভোরে পড়ছিল। এমন সময় নাজমুস সাকিব তাকে ডেকে নিয়ে যান তার রুমে। এরপর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ও যৌন হয়রানি করেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানায়। সকালে পরিবারের লোকজন হাজির হন মাদ্রাসায়। স্থানীয়রাও ফুঁসে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নাজমুস সাকিবকে আটক করে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ







