Saturday, December 6, 2025

আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু কার্যক্রম স্থগিত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা তাদের দলীয় নিবন্ধন স্থগিত করা হয়নি। শুধু সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যা যেকোনো সময় পুনরায় সচল হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে তারা আইনত বৈধ রাজনৈতিক দল হিসেবেই রয়ে গেছে। নির্বাচন অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেবে, কারণ নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদেরই।

তিনি আরও জানান, আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ ভোটার হিসেবে ভোট দিতে পারবেন, তবে দলের নির্বাচনী প্রতীক থাকবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিজেদের যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারেনি; বরং তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার দায় স্বীকার না করে সবসময় অন্যদের ওপর দোষ চাপিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর