Friday, December 5, 2025

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত আট দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা এ তথ্য নিশ্চিত করেন।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এই ইলিশ আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ১৬ সেপ্টেম্বর ৩৭.৪৬ মেট্রিকটন, ১৮ সেপ্টেম্বর ২৪.২৫৮ মেট্রিকটন, ২০ সেপ্টেম্বর ৬ মেট্রিকটন, ২৩ সেপ্টেম্বর ১১.৭২ মেট্রিকটন, ২৪ সেপ্টেম্বর ২ মেট্রিকটন, ২৫ সেপ্টেম্বর ৬.৩৬ মেট্রিকটন, ২৭ সেপ্টেম্বর ১২.৮৯৬ মেট্রিকটন এবং ২৯ সেপ্টেম্বর ১.৫২ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়।

মোট আট দিনে (১৬ থেকে ২৯ সেপ্টেম্বর) ২৭টি চালানে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন ইলিশ ভারতে গেছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ইতোমধ্যে ইলিশের গুণগত মান পরীক্ষণ করে ১০২ দশমিক ২১৪ মেট্রিকটন রপ্তানি হয়েছে। আরও দু-একটি চালান রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর