Sunday, September 28, 2025

বাঘারপাড়ায় গ্রীস্মকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় গ্রীস্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত বিষয়ের পুরস্কার বিতরণ করা হয়।

খেলার সমাপনী দিনে ফুটবল ফাইনাল খেলায় বালক নারিকেলবাড়ীয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়কে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি বাঘারপাড়ার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ আশিকুজ্জামান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক সভাপতি এমদাদ হোসেন, ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর