Friday, December 5, 2025

বেনাপোলে ১১ প্রবীণ শ্রমিককে বিদায় বেলায় সম্মাননা প্রদান

মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫–এর ১১ জন প্রবীণ শ্রমিককে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের কার্যালয়ে প্রতিজনকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীসহ নেতারা উপস্থিত ছিলেন।

স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫–এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী সাধারণ শ্রমিকদের উদ্দেশে বলেন, ৫ আগস্টের পর থেকে বন্দরে কাজ প্রায় বন্ধ থাকলেও পূর্ববর্তী সময়ের তুলনায় বর্তমানে শ্রমিকদের বেশি বেতন দেওয়া হচ্ছে। কারণ, শ্রমিকদের পরিশ্রমের টাকা কোথাও অপচয় হতে দেননি। তিনি আশ্বাস দেন, যতদিন তিনি দায়িত্বে আছেন, শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন। সীমিত কাজ থেকেও শ্রমিকদের ফান্ডে টাকা জমিয়ে আজ ১১ জন প্রবীণ শ্রমিককে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এই বন্দরে কাজের গতিশীলতা আরও বাড়বে।

বিদায়ী শ্রমিকরা হলেন, মো. আশাদুল, মো. আব্দুল্লাহ, মো. মোমিনুর রহমান, মো. ইয়াছিন, মো. জাফর মিয়া, মো. মহাসিন, মো. মনিরুল, মো. আকরম, মো. আরফাত, মো. নাজমুল হোসেন ও মো. হেকমত আলী। অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর