Friday, December 5, 2025

এবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে শার্শার বিএনপি নেতা বরকতের পদ স্থগিত

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকত আলী খাঁর দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে। দলের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার দলীয় সব পদ স্থগিত থাকবে। একই পদে দলের প্রথম সহ-সভাপতিকে চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে এ বিষয়ে যথাযথ নজরদারি না রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করার কারণে কেন সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে না তা জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল শার্শার বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর