Sunday, September 28, 2025

হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও সুন্নাহ হলো মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ : লইয়ার্স কাউন্সিলের আলোচনা

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

লইয়ার্স কাউন্সিল যশোরের সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও সুন্নাহ হলো মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর আদর্শ ব্যক্তিগত ও সামাজিকভাবে অনুসরণ করে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সামাজিক, অর্থনৈতিক সমস্যার সমাধান করা যেতে পারে তাঁর দেখানো পথ অনুসরণ করেই। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে তার আদর্শের বিকল্প নেই। বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তার এ কথা বলেন।

এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ ও অ্যাভোকেট গাজী এনামুল হক।

লইয়ার্স কাউন্সিল যশোরের সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ভিপি আব্দুল কাদের, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, সাধারণ সম্পাদক এমএ গফুর, সিনিয়র আইনজীবী ইমামুল হাসান, মনজুর কাদের আশিক, গাজী মাহাফুজুর রহমান, আলমগীর সিদ্দিক, আকম মনিরুল ইসলাম, হাবিব কায়ছার, শাহরিয়ার হক রিফাত, আজহারুল ইসলাম, রেজাউল করিম, তাজ উদ্দীন আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ওয়াজিউর রহমান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর